মধ্যরাতে মান্দার গাছের মকডালে যুবক, ফায়ার সার্ভিস এসে উদ্ধার

প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৫:৩৯ এএম
রহস্যজনকভাবে এক যুবককে গভীর রাতে গাছের মগডালে পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা জিন-পরীর আসরে গাছের মগডালে উঠিয়ে রাখতে পারে। শনিবার (৮ মে) পিরোজপুরের কাউখালীতে গভীর রাতে মগডালে বসিয়ে রাখা কথিত জিন-পরীর আসরে পাওয়া এক যুবককে সকালে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা যায়, নলছিটি উপজেলার মোতালেব হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৪) মানিক মিয়া কিন্ডারগার্ডেন স্কুলের পেছনে মাছের ঘেরে পাহারাদার হিসেবে কর্মরত ছিল। এ সময় রাতের বেলা কথিত জিন-পরী তাকে ধরে নিয়ে মানিক মিয়া কিন্ডারগার্ডেনের পেছনে ৫০ ফুট উঁচু একটি বড় মাদার গাছের মগডালে বসিয়ে রাখে। এলাকাবাসীর দাবি, জিন-পরী এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সকালে এলাকাবাসী ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে গাছের মগডালে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘণ্টা অভিযান পরিচালনা করে গাছ থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্য জনক মনে হয়। উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: