নিয়ন্ত্রণহীন রকেটের ধ্বংসাবশেষ পড়ল মালদ্বীপের কাছে সাগরে

প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৫:৪১ পিএম
চীনা রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। আজ রোববার (০৯ মে) বেইজিং এর স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এটি আছড়ে পড়ে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় গণমাধ্যম সাউথ চায়না মনিং পোস্ট। চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে, বেইজিংয়ের সময় রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করে রকেটটি। ১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে যে ২২-টন রকেটটি বেশ কয়েকদিন ধরে নিম্ন কক্ষপথে নিয়ন্ত্রিত হয়ে ওমানের উপর আলোকস্রোত জ্বালিয়ে দিচ্ছিল কারণ এর বেশিরভাগ উপাদান বায়ুমণ্ডলে পুড়ে গেছে। ধ্বংসাবশেষ থেকে ক্ষয়ক্ষতির কোনও তাত্ক্ষণিক খবর পাওয়া যায়নি। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলে, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছ। শনিবার অবশ্য খবর ছড়িয়ে পড়ে, রকেটটির ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে। চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ ৫বি রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: