পাটুরিয়া ঘাটে যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে

প্রকাশিত: ১০ মে ২০২১, ০১:৫৯ এএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে মাগুড়াগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে সবাইকে জীবিত উদ্ধার করে। রবিবার (৯ মে) বিকেলে ৫নম্বর ঘাটের পন্টুন থেকে মাইক্রোবাসটি পরে দুর্ঘটনা এ ঘটে। জীবিত উদ্ধারকৃত যাত্রীরা হলেন, মাইক্রোবাসের চালক রিয়াজ হোসেন (৩২), শাহজাহান মন্ডল (২৫), কামরুজ্জামান (৬০) এবং মোহাম্মদ আলিফ (১০)। ফায়ার সার্ভিসের দ্বায়িত্বরত ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার আনুমানিক বিকেল সাড়ে ৪টার সময় পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনে একটি মাইক্রোবাস ব্যাগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনা স্থলে পৌঁছে পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। এখন ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: