পতেঙ্গার ‘আয়েশী’ জুয়ার আসরে পুলিশের হানা, ধরা ৫ জুয়াড়ি

প্রকাশিত: ১০ মে ২০২১, ০৫:৪৮ এএম
রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে : পতেঙ্গা এলাকার স্টিলমিল বাজারের আম্বিয়া কলোনীর মাঠ। আলো আধারী হওয়ায় রাত-দিন সেখানে হরদম চলে জুয়া। শুধু তাই নয়, প্রায়ই জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। প্রতিদিনকার মতো সেখানে আজও বসেছিল ‘আয়েশী’ জুয়ার আসর। হঠাৎ সেখানে হাজির হয় পতেঙ্গা থানার পুলিশ। তাদের আসরে হানা দিয়ে পাঁচ জুয়াড়িকেই গ্রেফতার করে পুলিশ। রবিবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে স্টিলমিল বাজারের আম্বিয়া কলোনী এলাকার পরিত্যক্ত একটি মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ পাঁচ হাজার ৬৪০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— ভোলা জেলার রসুলপুর ইউনিয়নের রাড়ী বাড়ির হারুন রাড়ীর পুত্র হুমায়ুন কবির (৩০), একই জেলার শশিপুর থানার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামের জাহের রাড়ীর পুত্র রাশেদ (২৫), একই এলাকার হারুন হাওলাদারের পুত্র মো. শাহীন (২০), রফিক মাঝির পুত্র হাবিব মাঝি (৩৬) এবং বরিশাল জেলার এয়ারপোর্ট থানার চটা ইউনিয়নের চকিদার বাড়ির বাবুল শিকদারের পুত্র মো. জাফর (২২)। বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিডি২৪লাইভকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বিয়া কলোনীর একটি মাঠ থেকে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদিসহ নগদ পাঁচ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।’ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: