বগুড়ায় নকল শিশু খাদ্য তৈরির কারখানা আবিস্কার

প্রকাশিত: ১০ মে ২০২১, ০৬:০৯ এএম
বগুড়ার ধুনট উপজেলায় নকল শিশুখাদ্য তৈরীর কারখানার মালিক নূর আলম সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুর ২টায় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ দেন। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চালাপাড়া গ্রামের মোনছের আলী সরকারের ছেলে নূর আলম সরকার দীর্ঘদিন ধরে আইসক্রীম তৈরি ও বিক্রি করে আসছেন। এমতাবস্থায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নূর আলম সরকারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় সেখান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল, দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের সরকারি নিবন্ধনকৃত পণ্যের নকল মোড়ক, কয়েক হাজার প্যাকেট নকল ফ্রুট ড্রিংকস জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী কারখানার মালিক নূর আলম ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: