সন্ধ্যায় বন্ধ ঘোষণা করে রাতে ফেরি চালু

প্রকাশিত: ১০ মে ২০২১, ০৯:০১ এএম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার কয়েক ঘণ্টা না পেরোতেই আবার চালু হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। রবিবার (৯ মে) রাতে এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ। তিনি জানান, পৌনে দশটার দিকে শিমুলিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে তিনটি ফেরি ছেড়ে যায়। ঘাটে অনেক যান আছে। তাই সারারাত ফেরি চালু রাখার সম্ভাবনা আছে। খোঁজ নিয়ে জানা গেছে- ফেরি কুমিল্লা, ক্যামেলিয়া ও কুঞ্জলতা যান নিয়ে শিমুলিয়া ঘাট ছাড়ে। এর আগে সন্ধ্যায় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ। গতকাল শনিবার থেকে দফায় দফায় কয়েকবার ফেরি বন্ধ করা হয়। আবার হঠাৎ করে ফেরি চালু করা হয়। কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাতে নির্দেশনা দিয়েছিলো দিনে ফেরি বন্ধ রেখে রাতে চালু রাখতে। তবে শনিবার দিনে তিনটি ফেরি ও রবিবার দিনে দুইটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়, যেখানে জরুরি অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়। গতকাল রাতেও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ঘাটের সবগুলো ফেরি চলে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: