আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

প্রকাশিত: ১০ মে ২০২১, ০২:৩৫ পিএম
রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। তারা সকলেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রবিবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বড়ুমছড়া ইউনিয়নের ইসহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন— আবদুর রহমান (৭০), আরব আলী (৫০), তানজিনা আক্তার (২৫) ও মো. ফরহাদ (২২)। তারা সকলেই একই পরিবারের সদস্য। দগ্ধ আরব আলীর স্বজন এয়ার আহমেদ বলেন, ‘বিকেলে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার গ্যাস নিয়ে আসা হলে ইফতারের পর সেটির ক্যাপ খোলার চেষ্টা করেন ওই পরিবারের সদস্যরা। খুলতে না পেরে প্লাস্টিকের ক্যাপ আগুন দিয়ে গলানোর চেষ্টা করতেই বিস্ফোরিত হয় সিলিন্ডার। এতে মুহূর্তেই চারজন দগ্ধ হন।’ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সকলেই বিভিন্ন মাত্রায় দগ্ধ হলেও আশঙ্কামুক্ত রয়েছেন তারা।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: