ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা: ন্যাশনাল জিওগ্রাফিকে প্রামাণ্যচিত্র প্রচার (ভিডিও)

প্রকাশিত: ১০ মে ২০২১, ০৩:২৬ পিএম
বছর তিনেক আগে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে ৭১ যাত্রীর মধ্যে ২৯ বাংলাদেশিসহ মোট ৫১ জন নিহত হয়েছেন। সম্প্রতি এ দুর্ঘটনা অবলম্বনে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। এটি নির্মাণ করেছে কানাডীয় প্রামাণ্যচিত্র টেলিভিশন সিরিজ এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনস। সাধারণত বিমান দুর্ঘটনা ও ফ্লাইট-সংশ্লিষ্ট বিভিন্ন বিপর্যয় এবং সংকটের বিবরণ নিয়ে এই সিরিজে এপিসোড নির্মাণ করা হয়। এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনসের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফ্লিক্স। যার প্রধান কার্যালয় কানাডার মনট্রিলে। টরোন্টো, নিউইয়র্ক সিটি, লন্ডন ও ডাবলিনেও এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে। উক্ত এ ইউএস-বাংলার বিমান দুর্ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ মার্চ। ৪৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে ওই বিমান দুর্ঘটনা নিয়ে নতুন করে তদন্ত ও বিশ্লেষণ করা হয়েছে। এতে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। কম্পিউটার সিমুলেশেন, আহত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, ককপিটের ভয়েস রেকর্ডিং ও তদন্ত কমিটির প্রতিবেদন—সবকিছুর নির্মোহ বিশ্লেষণ করা হয়েছে এতে। নিহতের মধ্যে বিমানের পাইলট আবিদ সুলতান এবং কো-পাইলট পৃথুলা রশীদও ছিলেন।   https://youtu.be/Fv2c8332wBk

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: