রিমান্ড শেষে কারাগারে মাওলানা মামুনুল ও রফিকুল

প্রকাশিত: ১১ মে ২০২১, ০৬:০২ এএম
রাজধানীর পল্টন থানার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ও বক্তা রফিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল ঢাকা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ভাঙচুরের মামলায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলা এবং গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায়ও রিমান্ডে নেওয়া হয় তাকে। অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরদিন ৮ এপ্রিল র‌্যাব বাদী হয়ে গাজীপুর মহানগরীর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: