করোনা তহবিলে ১ কোটি রুপি দিলেন অনিল কাপুর

প্রকাশিত: ১২ মে ২০২১, ০৮:৩৫ পিএম
ভারতের এ অনাকাঙ্ক্ষিত মহামারির প্রাদুর্ভাব মোকাবিলার শুরু থেকেই বিভিন্ন রাজ্যের সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা শুরু থেকেই দাঁড়িয়েছেন নিজ নিজ দেশ ও মানুষের পাশে। যে যার মতো অক্সিজেন, খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে এগিয়ে আসছেন। এবার সে কাতারে যুক্ত হলেন বলিউড সুপারস্টার অনিল কাপুর। ম্যানকাইন্ড ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ম্যানকাইন্ড ফার্মার সঙ্গে যুক্ত হয়ে এমন একটি মহৎ কাজে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে অনিল কাপুর বলেন, ‘ম্যানকাইন্ড ফার্মার সঙ্গে যুক্তি হয়ে এমন একটি মহৎ কাজে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। এমন সময়ে ম্যানকাইন্ড ফার্মা ধারাবাহিকভাবে সমাজকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে, তারা সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ’ এই অভিনেতা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। প্রসঙ্গত, এর আগে সোনু সুদ, ভূমি পেডনেকর, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন এবং টুইঙ্কল খান্নার মতো একাধিক তারকাই করোনা ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কেউ করোনা আক্রান্তদের সাহায্যার্থে মাঠ পর্যায়ে কাজ করা বেসরকারি সংস্থাকে সাহায্য করেছেন, কেউ বা করোনা তহবিলে মোটা অংকের টাকা অনুদান দিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: