টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, ৫ পয়েন্ট খোয়ালো বাংলাদেশ

প্রকাশিত: ১৩ মে ২০২১, ১১:০৪ পিএম
আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের বার্ষিক আপডেটে ৫ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। তবে নবম অবস্থান ধরে রেখেছে টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে সিরিজ হারের মাশুল গুনতে হলো বাংলাদেশ দলকে। যথারীতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড নিজেদের শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। সবশেষ আপডেটের সঙ্গে ১ পয়েন্ট যোগ করে ১২১ নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের যোগ হয়েছে ২ পয়েন্ট, তাদের রয়েছে ১২০। আইসিসির বার্ষিক হালনাগাদ হয়েছে বৃহস্পতিবার। গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে। ফলে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে ইংল্যান্ড হারলেও র‌্যাঙ্কিংয়ে সেটার প্রভাব পড়েনি। কারণ বার্ষিক হালনাগাদে বিবেচনায় নেয়া হয়নি ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্স। ফলে ৩ রেটিং পয়েন্ট বেড়ে ইংল্যান্ড ওঠে এসেছে তিনে আর ৫ পয়েন্ট খুইয়ে চারে নেমে গেছে অস্ট্রেলিয়া। ৩ রেটিং পয়েন্ট বাড়লেও পাঁচেই রয়েছে পাকিস্তান। আর এদিকে ৩ রেটিং পয়েন্ট বাড়ায় আট থেকে ছয়ে ওঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ২০১৩ সালের পর এটিই তাঁদের সেরা অবস্থান। ৯ পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা (৮০ পয়েন্ট)। এ আগে সাতে নামলেও রেটিং হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। আর আটে রয়েছে শ্রীলঙ্কা। এদিকে ৫ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। আইসিসির বিবেচনায় নেয়া সময়ের মধ্যে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স ছিল একেবারে নাজুক। মাস দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার সঙ্গে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। তাতেই পয়েন্ট খুইয়েছে টাইগাররা। যদিও ৪৬ রেটিং নেয় নয় নম্বরেই রয়েছে তাঁরা। ১০ নম্বর থেকে নিজেদের অবস্থান পরিবর্তন না হলেও ৮ পয়েন্ট বেড়ে জিম্বাবুয়ের। যেখানে তাঁদের পয়েন্ট ৩৫। আর র‌্যাঙ্কিং তালিকায় জায়গা পাওয়ার মতো যথেষ্ট ম্যাচ না খেলায় আইসিসির বার্ষিক হালনাগাদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: