শনিবার সারপ্রাইজ: মুখোমুখি বসছেন তাহসান-মিথিলা!

প্রকাশিত: ১৫ মে ২০২১, ০৩:৪২ পিএম
অবশেষে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্যের জট খুলল। সেটি হলো - বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি বসতে যাচ্ছেন এই দুই তারকা। কথা বলবেন জীবনের নানা বিষয় নিয়ে। সময়ের পরিক্রমায় পথচলা আলাদা হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিকই রয়ে গেছে তাদের মধ্যে। বলছি- গায়ক, অভিনেতা তাহসান খান ও তার সাবেক স্ত্রী, অভিনেত্রী, উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার কথা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহসানের একটি পোস্ট ও সেটির সাথে মিলিয়ে মিথিলার দেয়া পাল্টা পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। বুধবার (১২ মে) রাতে তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ তাহসানের এই পোস্টের পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।’ তাহসানের এমন পোস্টে মাত্র দুই ঘণ্টায় হাজার হাজার অনুসারী প্রতিক্রিয়া দেখিয়েছেন, মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, তাহসান ফের বিয়ে করতে চলেছেন কিনা। কেউ কেউ এমনও লিখেছেন, আলাদা হয়ে গেলেও তাহসান-মিথিলার রসায়নটা এখনও অটুট আছে! যে সারপ্রাইজ দেয়া হবে: শনিবার রাত ৯টায় ফেসবুক লাইভে আসবেন এ সাবেক তারকা দম্পতি। ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে এই লাইভ সম্প্রচার হবে। এটাই হলো তাহসান-মিথিলার শনিবারের সারপ্রাইজ, জানালেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ। তাহসানের পর ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সেই উপলক্ষে এই আয়োজন।’ রহস্য উন্মোচনের পরেও যে রহস্য থেকেই যায়। সংসার জীবন বিচ্ছেদের লম্বা বিরতির পর নতুনকরে দু’জনে মুখোমুখি বসে কী আলাপ করবেন? এমন কৌতূহল থাকতেই পারে ভক্ত-অনুরাগীদের। সেই রহস্যটাও ফাঁস করলেন আরিফ আর হোসেন। বললেন, ‘যতদূর জানি সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তারা। ঈদ, আগামীর পরিকল্পনা, জীবনের নেতিবাচক আর ইতিবাচক অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। বলতে পারের এটা একেবারেই এক্সক্লুসিভ একটি সেলিব্রিটি শো।’ এর আগে বুধবার মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঝড় তুলেছিলেন তাহসান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: