জামায়াত নেতা শাহজাহান ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৫ মে ২০২১, ১১:৩৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের মামলায় আটক সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১৫ মে) বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত, পুলিশের করা সাত দিনের রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন, এর আগে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (১৫ মে) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: