শনিবার দিনটি যেমন কাটবে আপনার

প্রকাশিত: ২২ মে ২০২১, ০৪:৫১ এএম
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মিথুন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। ২২ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ: সবুজ ও গোলাপী। শুভ গ্রহ ও বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্ণেট ও পান্না। আজকের দিনের শুভ রং: আজ সবুজ ও গোলাপী রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৫:২৫-৬:১৮, ৯:৫২-১২:৩৪ বিকাল: ৪:০৬-৬:৪০ রাত: ৭:৩০-৮:১২, ১১:৪৬- ১:৫২ এর মধ্যে। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ১১শী রাত: ২:৫৯ পর্যন্ত পরে ১২শী চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য: আজ রাত: ২:৫৯ পর্যন্ত শিম পরে পুঁইশাক খাওয়া নিষেধ। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে জটিলতার। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের উপর অধিক বিশ^াসের ফল ভালো হবে না। শারীরিক অবস্থা আপনাকে ভোগাবে। অনৈতিক কোনো কাজের কারনে অপদস্ত হতে চলেছেন। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির। সন্তানের পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। রোমান্টিক বিষয়ের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের। সাংসারিক ক্ষেত্রে আজ আত্মীয় স্বজনের সাহায্য লাভের দিন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মায়ের সাহায্য পাবেন। আসবাব পত্র ও গৃহ সাজ সরঞ্জাম ক্রয় করতে পারেন। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার বিদেশ থেকে ভালো সংবাদ লাভের দিন। অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফল হতে পারবেন। গণমাধ্যমে কাজের সুবর্ণ সুযোগ আসবে। আর্থিক উন্নতিতে ছোট ভাই বোনের সাহায্য প্রয়োজন হতে পারে। সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া কিছু অর্থ আদায়ের সুযোগ পাবেন। খাদ্য ও রেস্তোরা ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কিছু অর্থ সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ শুধু বড় বড় পরিকল্পনা গ্রহণ ও সে লক্ষে এগিয়ে যাওয়ার সময়। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাওয়ার দিন। অসুস্থতা মানসিক অবশাদ ও সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হতে চলেছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা আসলেও সফল হতে পারবেন। দূরের যাত্রার ক্ষেত্রে অগ্রগতি হবে। সাংসারিক কিছু ব্যয় ভার বহন করতে বেশ কিছু অর্থ ব্যয় হতে চলেছে। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি বড় ভাই বোনের সাথে সম্পর্ক উন্নতির। বড় ভাই বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। আর্থিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়ার আশা। বিকালের দিকে পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। আয় রোজগারের চেয়ে ব্যবসায়ীক বিনিয়োগ বেশি হতে চলেছে। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাহায্য লাভের আশা। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। বিকালের দিকে কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। ব্যবসায়ীদের বেচাকেনায় অগ্রগতির আশা। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক উৎস কাজে আসবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাঙ্খীত ফল লাভের আশা। সাংসারিক জীবনে কোনো গুরুজনের সাহায্য পাবেন। বিকালের দিকে কর্ম সংক্রান্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন। কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে। ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগে ফল ভালো নয়। অপ্রয়োজনে ঋণ গ্রহণ থেকে বিরত থাকতে হবে।পুরোন আইনগত জটিলতায় ভোগান্তির আশঙ্কা। বিকালের দিকে বৈদেশিক কাজে সফল হবেন। শিক্ষা ও গবেষণার কাজে ভালো কোনো প্রস্তাব পাওয়ার যোগ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি দা¤ন্ঠ্যু সুখ শান্তি বৃদ্ধির। ব্যবসায়ীক দুশ্চিন্তার ধীরে ধীরে অবশান আশা করতে পারেন। আয় রোজগারে উন্নতির আশা। জীবন সাথীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। অংশিদারী কাজে লাভের দিন। বিকালের দিকে রাস্তাঘাটে সতর্ক হতে হবে। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বাড়তে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: