করোনায় বিধ্বস্ত ভারত, ফের বেড়েছে মৃত্যুের সংখ্যা

প্রকাশিত: ২৪ মে ২০২১, ০২:৫৫ পিএম
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে ভারতে করোনাক্রান্তের সংখ্যা। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যাও। সোমবার (২৪ মে) সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত দেশটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩৫ জন মানুষ। এদিকে একই সময়ে মারা গেছেন আরও সাড়ে ৪ হাজার মানুষ। ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছে ৩ লাখ ৩ হাজার মানুষ। ফলে ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়। এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩৬৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে ৩৪ লাখ ৭৮ হাজার ১৮৭ জন। আজ সোমবার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮৮ হাজার। আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ১৭৯ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৫ লাখ ২ হাজার ২৫৫ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৩২ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৭৬ জনের। সেরে উঠেছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: