এই প্রথম বাংলাদেশে চার ধরনের খাঁটি মধু নিয়ে এলো ‘পুষ্টি মধু’

প্রকাশিত: ০৪ জুন ২০২১, ০৮:৩৭ পিএম
সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে যাত্রা শুরু করলো পুষ্টি মধু। সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা মধু এবং সুন্দরবনের মধু- এই চার ধরনের খাঁটি ও প্রাকৃতিক মধু নিয়ে বাজারে এলো পুষ্টি মধু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টি.কে. গ্রুপের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, সি.এ.ও আলমাস রাইসুল গনি, জি.এম (প্লান্ট) তৌহিদুল ইসলাম চৌধুরী, জি.এম সেলস (কনজ্যুমার ডিভিশন) আলম চৌধুরী, এ.জি.এম (কনজ্যুমার ডিভিশন) শফিকুল ইসলামসহ হেড অফিস ও ফ্যাক্টরীর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে মোফাচ্ছেল হক বলেন, সাধারন মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুষ্টি সবসময় বিভিন্ন রকমের গুণগত মান সম্পন্ন পন্য উৎপাদন ও বাজারজাত করে। পুষ্টি মধু এরই একটি অংশ। পুষ্টি মধু-এর উন্নত গুণাবলি এবং প্রাকৃতিক স্বাদ ক্রেতা সাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: