বাগেরহাটে করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৬৩, মৃত ২

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১২:০১ এএম
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১‘শ ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ২ জন। সংক্রমনের হার ৪০ শতাংশ। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ২৫ জন। মারা গেছে ৫৩ জন। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের থেকে আজ সংক্রমনের হার কিছুটা কম। তা খুব কম নয়। শতাংশের হিসেবে সংক্রমনের মাত্র চার শতাংশ কমেছে। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।মোংলা এবং রামপাল উপজেলায় একজন করে মারা গেছেন। করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: