জাজিরায় মাদকসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২ জুন ২০২১, ১০:২৯ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২ হাজার ৭৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলার সেনেরচর ইউনিয়নের দক্ষিণকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোস্তফা হাওলাদার (৩৮) সেনেরচর ইউনিয়নের দক্ষিণ কান্দির মৃত হাকিম হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই মফিজুর রহমান। তিনি জাজিরা থানার ফোর্স নিয়ে সেনেরচর দক্ষিণকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি পটের মধ্যে কালো টেপ দ্বারা মোড়ানো ২৭৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারীকে আটক করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডি২৪লাইভকে জানান, আটককৃত আসামী মস্তফা হাওলাদারের নিকট হতে ২ হাজার ৭৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ জাজিরা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটক মস্তফা হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাহবুবুর রবমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: