তীব্র যানজটের কবলে ঢাকা

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১২:৩৯ এএম
তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে যানজট লাগছে। কোনো দিন বৃষ্টি হলে যানজটের তীব্রতা দ্বিগুণ হয়। রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর সড়ক হয়ে একেবারে গাজীপুর পর্যন্ত যানজট তীব্র ছিল। ভিবিন্ন স্থানে যানজটের কারণ ছিল সড়কে বৃষ্টির পানি জমে চলাচলের পথ কমে যাওয়া। যাত্রী ও চালকরা অভিযোগ করেন নিকুঞ্জ-১ গেটের সামনের সড়ক, ইসিবি চত্বর ও কুড়িলে ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেলেও তারা পরিস্থিতি সামাল দিতে পারেননি। আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকেই তীব্র যানজটে সড়কে ধীরগতি নেমে আসে। রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের সামনে আসতে এক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন সাজিদ নামে এক চাকরিজীবী। তিনি জানান, যানজটে অনেকেই বাস থেকে নেমে হাঁটতে দেখেছি। যানজটে আটকা থাকার কথা অনেকে ফেসবুকে পোস্ট করেও অনেকে জানাচ্ছেন। যানজটের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, গাজীপুরে গাড়ি আটকে আছে। সেখানকার রাস্তায় পানি জমা, অজস্র গর্ত। তাই কয়েক দিন ধরেই ঢাকার রাস্তায় তীব্র যানজট লেগে আছে। তিনি বলেন, ‘যানজট এতই বেশি যে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত চলে এসেছে। মিরপুর-১২ নম্বর থেকে সকাল ৮টা ১০ মিনিটে একটি বাসে ওঠেন কাসেম। বাস চলা শুরুর পর জিল্লুর রহমান উড়াল সেতুতে ওঠার আগেই যানজট শুরু হয়। তিনি এই উড়াল সেতুর ওপরই যানজটে ছিলেন দেড় ঘণ্টা। বললেন, গাড়ি নড়ছিলই না। কী কারণে এ অবস্থা তা-ও জানতে পারিনি। কুড়িল উড়াল সেতু থেকে প্রগতি সরণি অংশে যানজটে ঠায় দাঁড়িয়ে নষ্ট হয়েছে আরও আধঘণ্টা। সকাল পৌনে ১১টায় তিনি বারিধারায় তার কর্মস্থলে পৌঁছান। তিনি বলেন, অন্যান্য দিন প্রায় আধ ঘণ্টায় তিনি এ পথ বাসে অতিক্রম করে কর্মস্থলে পৌঁছাতে পারেন। কিন্তু আজকে খুব বেশি সময় লেগেছে এবং ভোগান্তি হলো। মতিঝিল, উত্তরা, ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। এতে দু’পাশের রাস্তা সংকুচিত হয়েছে। যার ফলে যানজট আরও বাড়ছে এ বিষয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড সামছুল হক বলেছেন, উন্নয়ন কাজে সমন্বয় না থাকায় সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা বাড়ছে। বৃষ্টির পানি সামান্য জমলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এজন্য উপযোগী মানে বিজ্ঞানসম্মত ব্যাবস্থাপনা দরকার। উড়ালসেতু করলেই হবে না। এখন উড়ালসেতুতে যানজটে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ব্যবস্থাপনা নিশ্চিত না করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে সুফল মিলবে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: