শিশু হৃদরোগীদের জন্য আরিজ ফাউন্ডেশনের উপহার

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৪:৩১ এএম
শিশু হৃদরোগীদের পরিবারকে স্বচ্ছল করতে আরিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতলে ১৫জন শিশু হূদরোগীদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, শিক্ষা ও কোভিড উপকরণ । ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে প্রধান নিবার্হী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশিদ, পেডিয়েট্রিক কার্ডিয়াক সার্জন ডা. রোকোনুজ্জামান সেলিম, আরিজ ফাউন্ডেশনের প্রধান ডা.সাকলায়েন রাসেল শিশু হৃদরোগীর পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। চায়নার ফুয়াই হসপিটাল, ওয়াইডিএইচআর, ইয়ুন্নান এইড ও আরিজ ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, ইব্রাহিম কার্ডিয়াকের নিজস্ব উপায়ে এসব শিশুর হার্ট অপারেশনও ইতোপূর্বে প্রায় বিনামূল্যে করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: