বনানীতে নারী কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২১ জুন ২০২১, ০৭:৩০ পিএম
সম্প্রতি রাজধানীর বনানী এলাকায় এক নারী পোশাককর্মীকে তাঁর স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (২০ জুন) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) গুলশান আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কল্পনাকে তাঁর স্বামী আল মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। আল মামুনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত পোশাককর্মীর নাম কল্পনা (৩০)। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার এসআই আহসান হাবীব বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে কল্পনার গুরুতর জখম হওয়ার তথ্য জানানো হয়। তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারপর কল্পনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সূত্রে জানা যায়, কল্পনা তাঁর স্বামী আল মামুনের সঙ্গে বনানীর সাততলা বস্তিতে থাকেন। কল্পনার স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে কল্পনাকে কুপিয়েছেন তাঁর স্বামী আল মামুন। পরে তিনি এখন দিব্বি গাঁ ঢাকা দিয়ে এখনও পলাতক রয়েছে বলে জানা যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: