বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হচ্ছে

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১২:০০ এএম
মো: হাবিবুর রহমান খান, কুবি থেকে: সারাদেশে লকডাউনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের দেশের ৮টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে করে পৌঁছে দেওয়ারও সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক শনিবার (২৬ জুন) সকালে ঢাকার উদ্দেশে চারটি ও চট্টগ্রামের উদ্দেশে ৪টি বাসে করে শিক্ষার্থীরা বাড়ির পথে রওনা হন। দুপুরে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে বাসে করে শিক্ষার্থীদের পাঠানো হয়। এ ছাড়া ঢাকায় আরও কয়েক ধাপে শিক্ষার্থীদের নিয়ে বাস যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ১৯টি বিভাগের বিভিন্ন বর্ষের বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর দেখা গেল, প্রতিদিনই কোনো না কোনো বিভাগের শিক্ষার্থী করোনায় আক্রান্ত হচ্ছেন। কারও করোনা উপসর্গ দেখা দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেল ৪টায় ভার্চ্যুয়ালি একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য এমরান কবির চৌধুরী। এতে কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরের পৌঁছে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু তাহের বলেন, কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বেড়েই চলছে। তার ওপর বিশ্ববিদ্যালয়ের চারটি হলে শত শত শিক্ষার্থী পরীক্ষা দিতে অবস্থান করছেন। মেসগুলোতেও পরীক্ষার্থী ঠাসা। এ অবস্থায় বিভিন্ন বিভাগের বিভিন্ন সেমিস্টারের দু-একজন করে শিক্ষার্থী করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে একেকটি বিভাগকে পরীক্ষা বারবার স্থগিত করতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে। একই সঙ্গে হলে ও মেসে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, ‘১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত টানা পরীক্ষা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে সশরীরে পরীক্ষা নেওয়া স্থগিত করা হলো। পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের আমরা বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছি।’ এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে চুড়ান্ত সেমিন্টারের পরীক্ষা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: