মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার

প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৩:৩৩ এএম
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র। ২৯ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ২,১১,২০,২৯। আপনার শুভ বর্ণ : সাদা। শুভ গ্রহ ও বার : সোম। শুভ রত : মুক্তা। আজকের দিনের শুভ বর্ণ: আজ সাদা বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম: সকাল: ৫:২৬-৮:১২, ৯:৫৯-১২:৩৯, বিকাল: ৩:১৯-৫:০৫ রাত: ৬:৫২-৭:৩৫, ৮:৫৯-১০:২৫ এর মধ্যে। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি বিকাল: ৫:৩৭ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে। আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য: বিকাল: ৫:৩৭ পর্যন্ত বেল পরে নিম বা নিমের ঔষধ খাওয়া নিষেধ। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। বকেয়া বিল বেতন আদায় করতে পারবেন। বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য পাবেন। ঠিকাদারী কাজের বকেয়া বিল আদায় ও নতুন কাজের জন্য দিনটি অনুকূল। যদিও আংশিক লকডাউনের প্রভাবে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার কাজে কর্মে চলতে থাকা অনিশ্চয়তা কেটে যাবে। হোম অফিশের সুযোগ পাবেন। পদস্ত কর্মকর্তার বদল হওয়াতে আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য আশা করতে পারেন। বেকারদের বৈদেশিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে। মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির যোগ। উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক চর্চায় মানসিক প্রশান্তি লাভের আশা। হটাৎ করেই রহস্যজনক বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে। জীবীকার জন্য বিদেশ যাত্রায় সফল হতে পারবেন। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আশানুরুপ লাভের আশা রয়েছে। বকেয়া কিছু ব্যাংক ঋণ এর কিস্তি পরিশোধ করতে পারবেন। লকডাউনের প্রভাবে ব্যবসা ক্ষেত্রে ঝুঁকিতে পড়তে পারেন। রাস্তাঘাটে অহেতুক পুলিশী হয়রাণির আশঙ্কা। সাবধানে চলবেন। প্রয়োজনিয় কাগজ পত্র সাথে রাখবেন। সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার মানসিক অস্থিরতায় জীবন সাথীর সাহায্য লাভের আশা। অংশিদারী কাজ কর্মে লাভবান হবেন। ব্যবসায়ীক যোগাযোগ ও লেনদেনে আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। অবিবাহিতদের তাড়াহুড়া করে বিয়ের পিড়ীতে বসতে হতে পারে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সকলের সাহায্য লাভের। আয় রোজগারের ক্ষেত্রে সকল প্রকার অণৈতিক কর্মকান্ড পরিহার করার চেষ্টা করুন। নিজের রাগ ও জেদ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। আপনাকে হতে হবে কৌশুলী। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে সাফল্য লাভের আশা। আর্থিক ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো হবে। অসমাপ্ত কাজ গুলো শেষ করার বিশেষ সুযোগ আসবে। প্রেম ভালোবাসার চেয়ে পড়াশোনায় মনযোগী হতে হবে। কে কি বল্ল না বল্ল তা নিয়ে অহেতুক দুঃশ্চিন্তা করাটা বোকামী। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কাজে আজ প্রত্যাশা পূরণ হবে। গৃহের সকল সদস্যদের সাথে চলতে থাকা মনমালিণ্য হবে দূর। যানবাহন মেরামত করার সুযোগ পেতে পারেন। মায়ের কাছ থেকে আর্থিক ভাবে লাভবান হওয়ার আশা। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফল হওয়ার দিন। বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির কোনো সুযোগ। গণমাধ্যমে কাজের সুযোগ আসতে চলেছে। আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন। ছোট ভাই বোনের সাহায্য প্রাপ্তির দিন। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায় হতে চলেছে। খুচরা ব্যবসায়ীদের অবশ্যই মুনাফাখোরী অভ্যাশ ত্যাগ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সকলের পাশে দাড়ানোও একটি ইবাদত। সঞ্চয়ের সুযোগ পাবেন। বহু দিন আগে ধার দেওয়া টাকা ফেরত আসতে চলেছে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) : কুম্ভের জাতক জাতিকার হাজারো ঝামেলার মাঝেও দিনটি সাফল্যের। ব্যক্তিগত জীবনে এমন কোনো শুভ ঘটনা ঘটবে যা আপনার সকল কষ্টকে দূর করার জন্য যথেষ্ট। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকারী চাকুরেদেও কর্মজীবনে নতুন দায়িত্ব লাভের আশা। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : মীনের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আমদানী রপ্তাণী বাণিজ্যে আজ সফল হতে পারবেন। পারিবারিক ব্যয় বৃদ্ধি পেলেও আয়ের দুঃশ্চিন্তা করতে হবে না। প্রবাসী বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। দূরের যাত্রার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সংক্রামনের বিষয়ে সাবধান হোন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: