পত্নীতলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ১২:০৪ এএম
দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৬তম বর্ষে পদার্পণ করায় নওগাঁর পত্নীতলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বুধবার (৩০ জুন) বেলা ১১টায় নজিপুর বাজারে পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, আরএমও ডা. দেবাশিষ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, ডা. রুহুল কুদ্দুস, ডা. এসএম হাসিবুজ্জামান সাহেব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার রিপন দাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, সাংবাদিক দিলিপ চৌহান, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর এ্যাসিস্টেন্ট পাবলিকেশন সেক্রেটারী ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন পরেশ টুডু, আল-আমিন রহমান, খালিদ হাসান, রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, আকমাল হোসেন, মাসুমুল হক সিয়াম, হোসাইন মাহমুদ আমান প্রমূখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: