বরগুনায় চলছে কঠোর লকডাউন, রাস্তায় নেই জনসমাগম

প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ০৭:১৪ পিএম
সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর লকডাউন বা বিধিনিষেধের’প্রথম দিন চলছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে এ লকডাউন শুরু হয়। এতে সকাল থেকেই বরগুনায় সড়কে গণপরিবহণের দেখা মেলেনি। এ ছাড়া জনসমাগমও খুব একটা চোখে পড়েনি। তবে অলিগলিতে কিছু রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সকাল থেকেই রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে নৌ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বরগুনা শহরের কাঁচা বাজার মাছ বাজার সদর রোড টাউন হল বাসইসটান এবং, সাহাপট্টি খলিফাপট্টি কোরোপ ঘুরে এসব এলাকার গলিগুলোতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তেমন কোনো মানুষের চলাচল দেখা যায়নি। বন্ধ ছিল দোকান। তবে ১১টার পর থেকে কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ 'কঠোর'ই করার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে নৌ বাহিনী। সকালে শহরের বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছে না তারা। বরগুনা জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: