কুমিল্লায় একদিনে ১৮৭ করোনায় আক্রান্ত, মৃত্যু ৫

প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৩:১৮ এএম
কুমিল্লায় দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের রোগী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ কুমিল্লা জেলায় ১৮৭জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। জেলার সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। শুধু সিটি করপোরেশনের ৯৬জন আক্রান্ত। জেলায় সনাক্তের হার ৩২.১%। সবমিলিয়ে এ পর্যন্ত কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৯২ জনের। এর বিপরীতে একই সময়ে সুস্থ হয়েছে ৫০ জন। এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ১১ হাজার ৮০০জন। গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তারা কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৬৫বছরের একজন  মহিলা, চৌদ্দগ্রামের ৮৫ বছরের একজন পুরুষ, সদর দক্ষিন ৬৪ বছরের পুরুষ, বরুড়া ৭০ বছরের পুরুষ, নাঙ্গলকোট ৪৫ বছরের একজন মহিলা। এরমধ্যে কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৭ জনের। বৃহস্পতিবার  (০১ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি করপোরেশনে সিটি- ৯৬,আদর্শ সদর- ০৭, সদর দক্ষিণ- ০১, বুড়িচং- ০৭, ব্রাহ্মণপাড়া- ০২, চান্দিনা- ০৯, চৌদ্দগ্রাম- ০৭,  দেবিদ্বার- ০৬, দাউদকান্দি- ০৩,  লাকসাম- ০৫, লালমাই- ০৪, বরুড়া- ০৯,  মনোহরগঞ্জ- ০১, মুরাদনগর- ০৭, তিতাস- ১১, হোমনা- ১১,  মেঘনা- ০১সহ মোট ১৮৭ জন সংক্রমিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫০ জন সুস্থ হয়েছে। তাদের মধ্যে - নগরীতে ৪৮, দেবীদ্বার  ২ জন, এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার ৮০০জন করোনা রোগী। কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন  সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৫হাজার ৭০২জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮৪হাজার ৪৪৩জনের। এর মধ্যে ১৪ হাজার ৪৯২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় ১১৪জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন সনাক্ত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: