কিশোরগঞ্জে লকডাউনের প্রথম দিনে ৭৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৬:৩০ এএম
কিশোরগঞ্জে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) জেলা সদর ও অন্যান্য উপজেলায় পরিচালিত ১৮টি কোর্টে মোট ১৫১টি মামলায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলি/ চলাচলে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল মোড়, গৌরাঙ্গ বাজার, রথখোলা, বড় বাজার, একরামপুরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন এবং সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন। এছাড়া সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৮টি কোর্টে ১৫১ টি মামলায় ৭৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোট ৬টি কোর্টে ৬৪টি মামলায় ২৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন। মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করছেন। জনস্বার্থে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: