কঠোর লকডাউন: বরগুনায় ৪১ জনকে অর্থদণ্ড

প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ০৩:০৫ এএম
বরগুনায় লকডাউনের দিত্বীয় দিন বৃষ্টির মধ্যও জেলা ও উপজেলা সদরে বিভিন্ন সড়কে কঠোর অবস্হানে ছিলো প্রশাসনিক কর্মকর্তারা। শুক্রবার জুম্মাবার হওয়ায় বেলা ১২ টার দিকে লোকজনকে মসজিদমুখী হতে দেখা যায়। শহরের বাহিরের দৃশ্য অনেকটা ভিন্ন ছিলো। ছোট বাজারে, চা'য়ের দোকানে মাস্ক ছাড়াই আড্ডা দিতে দেখা গেছে। বরগুনা সহরে সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে স্বাস্হ্যবিধি না মানায় আর্থিক দন্ড করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সুত্রে জানাগেছে,আজ সন্ধা পর্যন্ত জেলায়, ভ্রাম্যমাণ আদালত ৯ টি মামলায় ৪১জনকে ২১ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: