আশুলিয়ায় ডিইপিজেড-টঙ্গী মহাসড়ক এখন খানাখন্দে ভরা

প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ০৬:৩২ এএম
শাকিল শেখ, সাভার(ঢাকা) থেকে: সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড -টঙ্গী মহাসড়কের ইউনিক থেকে জামগড়া চৌরাস্তা পর্যন্ত পানির নিচে মহাসড়ক ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। শুক্রবার (২ জুলাই) দ্বিতীয় দিনের কঠোর লকডাউনে বেলা ১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক থেকে ছয়তলা পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার যানজট দেখা গেছে। যেখানে রয়েছে নিজস্ব পরিবহন, রিকশা, লেগুনাসহ জরুরি সেবার পরিবহনও। সড়কটির পাশে দেখা গেছে, নিত্যদিনের মতই সড়কের পাশে দোকান খোলা রয়েছে। ব্যটারিচালিত রিকশাসহ নিজস্ব পরিবহনও চলছে। এছাড়া দুপুরে পোশাক কারখানাগুলো খাবারের জন্য সময় দিলে সড়কে মানুষের ঢল দেখা গেছে। এদিকে যানজটের কারণ হিসেবে দেখা গেছে, সড়কের খানাখন্দ ও সড়কের উপর দিয়ে হাঁটু পরিমাণ বৃষ্টির পানি। এ কারণে গাড়িগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। এবং যানজটের সৃষ্টি হচ্ছে। সাভার রোডসএন্ড হাইওয়ে সাবস্টেশন ইন্জিনিয়ার বদিউজ্জামান বলেন,আমরা রাস্তা দুপাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে থাকি।প্রতিনিয়ত আমরা নেবার দিয়ে রাস্তার খানাখন্দের জায়গাগুলো ইট বালু দিয়ে ভরা করছি। এ বিষয়ে সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, আমাদের ট্রাফিক পুলিশ সেখানে দায়িত্ব পালন করছেন। মূলত সড়কের বেহাল দশার কারণেই এই যানজটের সৃষ্টি হয়। তবুও তারা চেষ্টা করছে যানজট নিরসন করতে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: