এ্যাম্বুলেন্স-মিনিট্রাক কেড়ে নিল মা-মেয়েসহ পাঁচ জনের প্রাণ

প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৪:০৬ এএম
ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ক্যান্সসারের রোগী নিয়ে এ্যাম্বুলেন্সে করে চট্রগ্রাম থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল ও কলেজ হাসপাতাল যাচ্ছিল এ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে হাতিয়া নামক এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাছ ভর্তি মিনি ট্রাকের ধাক্কায় কবলে পড়ে এ্যাম্বুলেন্সটি। এসময় এ্যাম্বুলেন্সটি মাছবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ঘটনাস্থলে তিনজনের প্রাণহানি ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহতদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাঁড়ায় পাঁচ জনে৷ আর আহতদের সংখ্যা কমে দাঁড়ায় ছয়জনে। শনিবার (৩ জুলাই) সকাল আটটার দিকে কালিহাতী উপজেলার মহাসড়ক অংশের হাতিয়া নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা এ্যাম্বুলেন্সের চালক সিরাজগ‌ঞ্জের উল্লাপাড়ার চালা গ্রা‌মের আল মামু‌নের ছে‌লে সাদ্দাম হো‌সেন (২৯), ক্যানসার আক্রা‌ন্ত চট্টগ্রাম ই‌পি‌জে‌ডের ত্রিপোর্ট এলাকার মোক‌সেদের স্ত্রী ফ‌রিদা (৩৬), নিহত ফ‌রিদার মে‌য়ে মা‌রিয়া আক্তার (১৫), একই এলাকার ই‌লিয়া‌সের স্ত্রী এবং নিহত ফ‌রিদার আত্মীয় ফের‌দৌসী বেগম (৪০), চাল‌কের সহকা‌রী ও সিরাজগ‌ঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রা‌মের রাজ্জাক মন্ড‌লের ছে‌লে জু‌য়েল (২৮)। আহতরা মাছ ব্যবসায়ী আল-আমিন (৩৫), নুর রহমান (৪৫) অজ্ঞাত পরিচয়, শেরপুরের নকলা উপজেলার রুহা বেপাড়ী পাড়া এলাকার বাসিন্দা মারফত (২৮), গাজীপুরের জয়দেপুর উপজেলার দিঘীরচালা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে কবির (৪০), বাদশা (২০) ও রায়হান (২২)। জানা গেছে, গতরাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে কেমোথেরাপি দেয়ার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে যাচ্ছিল ক্যান্সারের রোগীরা। পরে শনিবার সকালে এ্যাম্বুলেন্সটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক এলাকায় পৌঁছলে পথিমধ্যে সিরাজগঞ্জ থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় তিনজন৷ আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়। মোট মৃত্যুর সংখ্যা হয় পাঁচজন। আহত হয় ছয়জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: