লকডাউনে বরগুনায় চারদিনে ২ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৫ জুলাই ২০২১, ০১:৫২ এএম
সরকারী বিধিনিষেধ অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ স্বাস্হ্যবিধি না মানায় ১ জুলাই থেকে ৪জুলাই বিকাল ৫টা পর্যন্ত বরগুনা জেলা সদর সহ ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ২লক্ষ৯ হাজার ৪৫০ টাকার অর্থদণ্ড এবং ১ জনকে ৭ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে। শনিবার রাতে তালতলী বাজারে ইলেকট্রিক দোকান খুলে মালামাল বিক্রির অভিযোগে সোহাগ (৩৫) নামের এক ব্যাক্তিকে ৭দিনের বিনাশ্রম সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। বরগুনা জেলা প্রশাসক বিচারিক শাখার (জুডিশিয়াল)  সুত্রে জানা যায়,১ জুলাই থেকে আজ বিকাল ৫টা পর্যন্ত সরকারী বিধিনিষেধ না মেনে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখা,অপ্রয়োজনে বাহিরের ঘোরাফেরা, স্বাস্হ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার না করার অভিযোগে ৬৮ টি ভ্রাম্যমাণ আদালতে ৫৬১টি মামলা দায়ের করা হয়। এছাড়া মামলার বিপরীতে একজনকে সাজা এবং ২লক্ষ ৯ হাজার ৪৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়। রবিবার সকাল ৮টা থেকে রোববার বিকাল ৫টা  পর্যন্ত জেলায় ২৩টি ভ্রাম্যমাণ আদালতে ২০৭ টি মামলায় ৬৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: