কুমিল্লার বুড়িচংয়ে পরিত্যক্ত জমিতে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ০৮:১৩ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলায় সকালে মাছ কেনার জন্য বের হওয়া যুবকের মরদেহ সন্ধ্যায় পরিত্যক্ত জমিতে পাওয়া গেছে। উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল মিয়া নামে ওই যুবকের বাড়ি জেলার আদর্শ সদর উপজেলার কালিবাজার এলাকায়। তিনি নির্মাণশ্রমিক ছিলেন।রুবেলের বাবা মনির হোসেন বলেন, ‘রুবেল আমার একটাই পোলা। আমার দুইডা নাতি, একটা নাতিন। আমার পোলাডা কনসটাকশনের কাম করত। ‘আউজ্জা সহালে ৫২০ টেকা লইয়া মাছ কিনতো বাজারে যায়। আর বাইত আইয়ে না। পরে মাইনষে কইলো আমার পোলার লাশ পইড়া রইছে।’ প্রতিবেশীরা জানান, গত ৬-৭ মাস ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়িতে রেখে রুবেলের চিকিৎসা চলছিল। এখন সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল্লা আল মামুন জানান, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি পরিত্যক্ত জমিতে পড়ে ছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: