আর্জেন্টিনার পতাকা টাঙানোর আগেই প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ০৮ জুলাই ২০২১, ০৭:১৩ এএম
ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে এক ধরণের উচ্ছাস সবসময়ই লক্ষ্য করা যায়। বিশেষ করে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ দুই আসর ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকায় এই দুই দলের সমর্থকরা মেতে উঠেন নিজেদের প্রিয় দল ও খেলোয়ারের বন্দনায়। নিজ দলের প্রতি সেই বন্দনাই কাল ডেকে আনলো এক যুবকের জীবনে। গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মণ্ডলের ছেলে। জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল জানান, আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত ছিলেন স্বপন। বুধবার দুপুরে তিনি নিজ বাসার ছাদে উঠে পতাকা টাঙাছিলেন। এ সময় হঠাৎ করে সেখানে থাকা ৩৩ কেভি বৈদ্যুতিক তারের সঙ্গে ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন স্বপন। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: