রূপগঞ্জের একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ১২:৫৯ এএম
নারায়গঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, রূপগঞ্জের ভুলতা এলাকার গাউছিয়ায় একটি কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এমন সংবাদে প্রাথমিকভাবে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জানান মূলত হাসেম ফুডস নামের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। পরে আগুনের তীব্রতা দেখে আরও ইউনিট পাঠানো হয়। আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: