আচরণবিধির লঙ্ঘন: তাসকিনকে জরিমানা

প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০৪:০৩ পিএম
হারারে টেস্টে পুরোদস্তুর একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তাসকিন আহমেদ। পেসার হয়েও খেলেছেন ৭৫ রানের দারুণ এক ইনিংস। এই সময় আবার তাসকিনকে আউট করতে না পেরে কিছু কাণ্ডের জন্ম দিয়েছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। হতাশ হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছিলেন তাকে! তাসকিনও পাল্টা কথার যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এমন কাণ্ডে দুইজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শুক্রবার (৯ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তাসকিন আহমেদ এবং ব্লেসিং মুজারাবানির ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়ার আদেশ দেয়া হয়েছে। আইসিসি বলছে, এই দুই ক্রিকেটার লেভেল-১ এর অপরাধ করেছেন। জরিমানার সঙ্গে দুই খেলোয়াড়ের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.১.১২ আর্টিকেল ভঙ্গ করেছেন। যেটাতে বলা আছে, যে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ কিংবা অন্য কারো সাথে শারিরীক কোনো সংঘর্ষে জড়ানো কিংবা এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত থাকা। ঘটনাটি ছিল ইনিংসের ৮৫তম ওভারে। মুজারাবানির অফস্টাম্পের বাইরে দেওয়া বাউন্সার ছেড়ে দেন তাসকিন। বলটি উইকেটকিপারে কাছে পৌঁছানোর আগেই হাত ঘুরিয়ে, কোমর দুলিয়ে অসাধারণ নাচের এক ভঙ্গি করে বসেন তিনি। আর তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। বোঝাই যাচ্ছিল বিষয়টা তার মোটেও ভালো লাগেনি! কারণ আগের বলেই তাসকিন অফ ড্রাইভে একটি বাউন্ডারি মেরেছিলেন। এমন অবস্থায় তাসকিনের দিকে তেড়ে গিয়েছিলেন মুজারাবানি। তাসকিনও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। হেলমেট পরেও যুদ্ধংদেহী হয়ে মুজারাবানির মুখোমুখি হয়েছিলেন! টিভিতে সেই দৃশ্য ধরা পড়লেও বোঝা যায়নি মুজারাবানি ও তাসকিনের মধ্যে কী তর্কযুদ্ধ হয়েছিল। যদিও দিনের খেলা শেষে তাসকিন খোলাসা করেছিলেন আসলে কী হয়েছিল ওই মুহূর্তটাতে, ‘‘আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল, বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল, আমিও ভালো সামলাচ্ছিলাম। বিরক্ত হয়ে ও বেশ কয়েকবার গালি দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছো, বল দিয়ে পারলে কিছু কর?’ এটাই বলেছি, আর কিছু না।’’  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: