পাংশায় পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ১১:১৪ পিএম
রাজবাড়ীর পাংশায় মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া ৫ শত শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় পাংশা উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দূযোর্গ ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্দ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম আদম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. হেকমত আলী, শ্রমিক লীগ নেতা মো. ইদ্রিস আলী বাবু ও মো. আবু হাসান রতন প্রমুখ। এ সময় সড়ক ও পরিবহণ শ্রমিক, চা বিক্রেতা, সেলুন ও হোটেল শ্রমিকদের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রধামন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল ও লবণ ৫শত শ্রমিকের মধ্যে প্রদান করা হয়। আগামী কাল রবিবার থেকে ইউনিয়ন পর্যায়েও এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে জানান পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: