ইরাকে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৯২

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৪:৫৪ এএম
ইরাকের দক্ষিণের নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় মৃত্যু বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৬২ জন আহত হয়েছেন। ইরাকের ধী কার গভর্নরেটের রাজধানী নাসিরিয়া শহরের এ হাসপাতালে সোমবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ ধারণা করছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ইরাকের সিভিল ডিফেন্স। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি এ ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেন। ঘটনার তদন্তের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এর আগে, এপ্রিলেও কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ১১০ জন।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: