অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০৮:২৫ পিএম
কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ফুটবলপ্রেমীদের এখন চোখ টকিও অলিম্পিকের দিকে। যেখানে খেলবে - ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। ছেলেদের ফুটবলে মোট ১৬ দলের খেলা হবে। অলিম্পিকের মেয়েদের ফুটবল শুরু হবে ২১ জুলাই, ছেলেদের ফুটবল তার একদিন পরেই। চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটি। এদিন মাঠে নামবে ব্রাজিলও। জার্মানি রয়েছে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে। ২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। ২০০৮ সালের অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। সেবার লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ডি মারিয়ারা খেলেছিলেন। এবার অবশ্য এমন কোনো তারকা নেই আজেন্টিনা দলে। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৪ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন। একনজরে আর্জেন্টিনা স্কোয়াড: গোলরক্ষক: জেরেমিয়াস লেদেসমা, লাউতারো মোরালেস, জ্যাকুইন বিয়াজকুয়েজ। ডিফেন্ডার: হের্নান ডি লে ফুয়েন্তে, মার্সেলো হেরেরা, নেহুয়েন পেরেজ, লিওনেল মোসেভিচ, ফাকুন্দো মেদিনা, ফ্রানসিস্কো ওরতেগা, ক্লদিও ব্রাভো। মিডফিল্ডার: ফুস্তো ভেরা, সান্তিয়াগো কলম্বাত্তো, টমাস বেলমন্তে, মার্টিন পায়েরো, থিয়াগো আলমাদা, এজেকুয়েল বার্কো। ফরোয়ার্ড: কার্লোস ভেলেনজুয়েলা, পেদ্রো ডি লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অগাস্টিন উর্জি, এডোফো গাইচ, এজেকুয়েল পোনসে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: