বাংলাদেশকে বড় রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ১১:১৪ পিএম
জিম্বাবুয়ে বিপক্ষে ৫০তম জয়ের হাতছানি বাংলাদেশের। ৭৭ ম্যাচে বাংলাদেশে জিতেছে ৪৯টিতে। আজকের জয় জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি পূর্ণ করবে। প্রথম কোনো দলের বিপক্ষে এমন মাইলফক ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ। জিম্বাবুয়েতে আজ হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আজ জিতলে আরও ১০ পয়েন্ট পাবে। তাতে সুপার লিগে ৮০ পয়েন্ট নিয়ে নিজের অবস্থান শক্তিশালী করবে বাংলাদেশ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। টস জিতে তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। দুই ওপেনার রেগিস চাকাবা ও তাদিওয়ানাশে মারুমানি সাবধানী ব্যাটিংয়ে দলের রান বাড়াচ্ছেন। নিয়মিত বিরতিতে আসছে বাউন্ডারি। তাতে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। জিম্বাবুয়ে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। হাতে বল ছিল ৩টি। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৯৯ রান। অর্থাৎ বল প্রতি প্রায় এক রান। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুর হাসান সোহান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেগিস চাকাবা, ডোনাল্ড টিরিপানো, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে- ২৯৮/১০ (৪৯.৩ ওভার)। রেজিস চাকাভবা ৮৪ রানে ৯১ বলে। বাংলাদেশ: সাইফুদ্দিন ও মুস্তাফিজ ৩ উইকেট, মাহমুদুল্লাহ ২টি, তাসকিন ও সাকিব ১ টি করে উইকেট পায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: