কোতয়ালী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০১:৪৪ এএম
কুমিল্লায় ২৮ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি ২ এর দল। সোমবার (২৬ জুলাই) দুপুরে অরন্যপুর এলাকা থেকে আটক করেছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুরএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে২৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর (পশ্চিমপাড়া) গ্রামের আহম্মদআলীর মেয়েআমেনা বেগম (৩৩) ও ২। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর পূর্বপাড়া (খিলাবাড়ি) গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. ফরহাদ হোসেন (২৫)।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহবিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: