নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১০:২৬ পিএম
নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলের চাকায় শাড়ির আঁচল পেঁচ লেগে গুরুতর আহত শিক্ষিকা সেলিনা পারভিন শেলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেলিনা পারভীন শেলী নেত্রকোনা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। সেলিনা পারভীন শেলীর দেবর জহিরুল কবির শাহীন বলেন, শেলী গত শনিবার সকালে স্কুলে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তাঁর স্বামী শফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় তাঁর শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এরপর তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে শেলীকে নিবিড় পরিচর্যা কেদ্রে (আইসিইউ) তিনি মঙ্গলবার (২৭ জুলাই) সকালে মারা যান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: