মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১১:৫১ পিএম
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ৪৩৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ১৭ শতাংশ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন আক্রান্ত ১৭০ জনের মধ্যে সিংগাইরে ৫৮ জন, মানিকগঞ্জ সদরে ৩১ জন, হরিরামপুরে ২৫ জন, শিবালয়ে ২১ জন, ঘিওরে ১৯ জন, সাটুরিয়ায় নয় জন ও দৌলতপুর উপজেলায় সাত জন আছেন। তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৩৪ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৪৬ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজেদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: