ভারী বর্ষণে চট্টগ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৩:৪২ পিএম
টানা ভারী বর্ষণে চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। তাতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অবনতি হবার আশংকা করছে আবহাওয়া অফিস। সাতকানিয়ার কেঁওচিয়া, তেমুহানী, নলুয়া, বাজালিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার পানিবন্দি মানুষ জরুরি ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: