আফগানিস্তানে আকস্মিক বন্যা, ঘুমন্ত অবস্থায় ৮০ জনের মৃত্যু

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ১১:০১ পিএম
আফগানিস্তানের তালেবান শাসিত প্রদেশ নুরিস্তানে ভয়াবহ বন্যায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যায় কয়েকশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তালেবানের দাবি, বন্যায় মৃতের সংখ্যা অন্তত দেড়শ। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। দেশটির তালেবান শাসিত নুরিস্তান প্রদেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রবল বন্যায় শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। বিদ্যুত না থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। তবে অনেককেই এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, বুধবার রাতে আকষ্মিক বন্যার সময় নুরিস্তান প্রদেশের ওই গ্রামটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি। বৃহস্পতিবার রাত পর্যন্ত স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে ৮০টির মতো মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। এখন পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে মৃতের সংখ্যা নিয়ে আফগান সরকার ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে তালেবান। তাদের দাবি, বন্যায় অন্তত দেড়শ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলে আফগান এক সাংবাদিকের কাছে নুরিস্তানে কর্মরত এক প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করেছেন। নিখোঁজদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া তালেবানের পক্ষ থেকেও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে তাদের কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: