ঈদের ১২ দিনপর চালু হলো বাংলা বান্ধা স্থলবন্দর 

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৭:০৮ পিএম
মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর থেকে চালু হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন। জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে চাী দেশের সাথে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি বাণিজ্য ২৯ জুলাই (সোমবার) থেকে  ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১২ দিন বন্ধ থাকার পর শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে ভারত নেপাল ও ভুটানের সাথে পাথরসহ বিভিন্ন পণ্য এবং কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত -ই খুদা মিলন বলেন,ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাবান্ধা স্থলবন্দর পুনোরায় চালু হয়েছে। এবং ভারত, নেপাল ও ভূটানের বিভিন্ন পণ্যগামী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকেও ভারতে ট্রাক প্রবেশ করছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: