YEESBD উদ্যোগের পথে, উদ্যোক্তার সাথে

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২১, ০৪:০৫ পিএম
আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা’ স্লোগান নিয়ে এ বছরের জুলাই মাসে ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে শুরু হয়েছিল তরুণ উদ্যোক্তাদের নতুন প্ল্যাটফর্ম ‘ইয়াং এন্ট্রাপ্রেনারস অ্যান্ড ই-কমার্স সোসাইটি অব বাংলাদেশ (ওয়াইইইএসবিডি)’ এর পথচলা। যাত্রা শুরু করেছিল মাএ ৫/৬ সদস্য নিয়ে। নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে। বর্তমানে সদস্য সংখ্যা ২৫হাজারেরও বেশি। প্রতিদিন তৈরি হচ্ছে উদ্যোক্তা তৈরির নতুন নতুন গল্প। এই এক বছরে ওয়াইইইএসবিডি অসংখ্য নতুন উদ্যোক্তা তৈরিতে সফল হয়েছে বলাই যায়।  এ বিষয় কথা হয় কয়েকজন সফল উদ্যোক্তার সাথে। তারা জানান, তাদের উদ্যোক্তা জীবনের হাতেখড়ি এই সোসাইটির মাধ্যমেই শুরু হয় এবং বর্তমানে তারা সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও এই উদ্যোক্তা গ্রুপের নিয়মিত ক্রেতা কামরুল হাসান শিমুল, যিনি বাংলাদেশে পাট নিয়ে কাজ করছেন এবং সর্বপ্রথম পালকের বালিশ রপ্তানি করেছেন। তিনি নিয়মিত গ্রুপ থেকে কেনা-কাটা করেন এবং সব সময় পণ্যের গুণগত মান ভালো পেয়েছেন। তিনি জানান, এই গ্রুপ শুধুমাত্র উদ্যোক্তাদের নয়, বরং ক্রেতাদের জন্যও বিশ্বস্ত এবং ক্রয়ের জন্য সহজ মাধ্যম। ওয়াইইইএসবিডি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের স্বীকৃত প্রশিক্ষক দিয়ে তাদের মেম্বারদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে দক্ষ উদ্যোক্তা হওয়া যায় সে ব্যাপারে। প্রতি মাসে এখান থেকে লক্ষ লক্ষ টাকার পণ্য বিক্রয় হচ্ছে। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে মেলার আয়োজন করে যাতে এই বিক্রয়ের গতি ত্বরাণিত হয়। ক্রেতা বিক্রেতাদের অনুপ্রেরণা যোগাতে ওয়াইইইএসবিডি প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্ট এর উদ্যোগ নেয় এবং তা সফলভাবে সম্পূর্ন করে। এসব প্রজেক্ট সফল করার জন্য কাজ করেন এক ঝাঁক তরুণ ও তরুণী উদ্যোক্তা। ব্যবসায়ীক কর্মকান্ড ছাড়াও ওয়াইইইএসবিডি বিভিন্ন সামাজিক কাজেও নিজেদের জড়িত রেখেছেন। গত রমজানে পুরো মাস জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন প্রায় ১০০ অসহায় ও দুস্ত মানুষের এক বেলার খাবারের ব্যবস্থা করেছে ওয়াইইইএসবিডি Aidbox. ইদে প্রায় ৫০ টি পরিবারের ইদের বাজার সরবরাহ করেছে। এছাড়াও নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেন তারা এবং ভবিষ্যতেও এগুলো চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। ওয়াইইইএসবিডি এর প্রেসিডেন্ট নাজনীন আফজাল ও সেক্রেটারি রাশেদুজ্জামান বলেন, “ওয়াইইইএসবিডি এখন নিতান্তই শিশু বয়সের। এগিয়ে চলছে গুটি গুটি পায়ে। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতেই আমাদের সকল প্রচেষ্টা। এছাড়াও বিভিন্ন সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। এ ব্যাপারে আমরা যে কোন প্রয়োজনে উদ্যোক্তাদের পাশে থাকতে চাই। তাই আমরা বলি ‘উদ্যোগের পথে, উদ্যোক্তার সাথে ওয়াইইইএসবিডি’।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: