দুই নারীর ৩৩৩-এ ফোন, পেল খাদ্য সহায়তা

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২১, ০৩:৫৯ এএম
সাজ্জাদুল আলম শাওন, জামালপুর থেকে: জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেলেন করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দুই নারী। গতকাল (৩১ জুলাই) শনিবার খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের লুৎফা (৪০) ও প্রিয়া (২০) নামের দুই নারী। এই লকডাউনে কর্মহীন হয়ে পড়লে অসহায় হয়ে ৩৩৩ নম্বরে ফোন করেন। বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিরপাড়া গ্রামের বাসিন্দা তারা। খাদ্য বিতরণকালে পজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বিডি২৪লাইভকে বলেন, ৩৩৩ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা অধিক গুরুত্ব দেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: