৫০ হাজার মানুষকে সহায়তা করলো কিং সালমান

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২১, ০৯:৪৬ পিএম
কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের তত্তাবধানে বাংলাদেশের অসহায় হত দরিদ্র ৫০,০০০ মানুষকে যৌথ সহায়তা কর্মসূচী সম্পন্ন করেছে। সম্প্রতি কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এবং মুসলিম ওয়ার্ল্ড লীগ জোরপূর্বক বাস্তুচু্ত মিয়ানমার নাগরিকদের এবং বাংলাদেশের অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ৮০,০০০ খাদ্য ঝুড়ি পৌঁছে দিতে তাদের দুই মাসের মধ্যে যৌথ সহায়তা কর্মসূচী সম্পন্ন করেছে। বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে পূর্ণ সমন্বয়ে এই কর্মসূচি ভাসান চরে ১০,০০০ ঝুড়ি বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। এই সাহায্য কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের একটি অংশ যা শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য বারবার বিশ্বব্যাপী আহ্বানে সাড়া দেয়, যার মধ্যে জোরপূর্বক বাস্তুচু্ত মিয়ানমার নাগরিকদের কে ৪০,০০০ খাদ্য ঝুড়ি এবং বাংলাদেশের অসহায় হত দরিদ্র মানুষের জন্য ৪০,০০০ খাদ্য ঝুড়ির ব্যবস্থা ছিল। কক্সবাজার, নীলফামারী, ঢাকা, যশোর, রাজশাহী এবং চট্টগ্রামে যারা এই কর্মসূচিতে উপকার হয়েছে তারা ৫০ লাখ মানুষকে ছাড়িয়ে গেছে। জোরপূর্বক বাস্তুচু্ত মিয়ানমার নাগরিকদের জন্য সরকার নির্ধারিত ভাসান চর দ্বীপসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভাবীদের কাছে পৌঁছানর জন্য মাঠের দলগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এবং এর বাস্তবায়নকারি অংশীদার, মুসলিম ওয়ার্ল্ড লীগ-এর নির্বাহী বিষয় আন্ডারসেক্রেটারি, কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলি দ্বারা স্বীকৃত হয়েছিল। তাদের প্রচেষ্টাকে সুবিধাভোগীদের দ্বারা স্বাগত জানানো হয়েছিল, যাদের সাহায্য ছিল এমন সময়ে যখন তা জরুরিভাবে প্রয়োজন। মহামারীজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হয়েছে, যা তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাতে আরও যোগ করেছে এবং তাদের প্রদত্ত মানবিক সহায়তার মাত্রা হ্রাস করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: