যমুনেশ্বরী কেড়ে নেয় ৩ বোনের প্রাণ

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২১, ০৪:০৮ এএম
রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃতরা হলেন- উপজেলার ওসমানপুর গ্রামের রবিউলের মেয়ে রবিনা আখতার (১৬) ও রাবেয়া বশরী (১০) এবং তাদের চাচাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, ছয় দিন আগে শেখপাড়া গ্রাম থেকে ফুফু কোহিনুর বেগমের বাড়ি নাটারাম এলাকায় বেড়াতে আসে তিন বোন। বিকালে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে ডুবে যায়। আশপাশের লোকজন ও স্বজনরা মিলে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক এএইচ সানাউল হক তাদেরকে মৃত ঘোষণা করেন। ওসি হাবিবুর রহমান জানান, তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় কেউ কোনও অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: