টিকিট কেটেও প্রবাসে যাওয়া হলো না আহমদ হোসেনের

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ০৩:০৩ পিএম
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আহমদ হোসেন (৫৫)। তিনি উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মরহুম মজম্মিল আলীর ছেলে। কাতার প্রবাসী আহমদ হোসেন দেশে এসেছিলেন ছুটি কাটাতে। আগামী ১৪ আগস্টে কাতার ফিরে যাওয়ার টিকেট কাটা ছিল। কিন্তু ভয়াল করোনা তাঁকে আর প্রবাসে যেতে দিল না। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি নিউমোনিয়ায় ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাঁকে নিয়ে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ১৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (১১আগষ্ট) দুপুর ২ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। মারা যাওয়ার পর মরহুমের নিকট আত্মীয় জুড়ী এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ দাফন-কাফনের জন্য শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির দাফন-কাফন টিমের জুড়ী উপজেলা সহকারি টিম লিডার অমিত আল হাসানের সাথে যোগাযোগ করেন। অমিত আল হাসান শেখ বুরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি আজ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মরহুমের বাড়িতে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির দাফন - কাফন টিম নিয়ে পৌঁছান। শেখ বুরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান বলেন, আমাদের দাফন-কাফন টিমের জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসান এর মাধ্যমে খবর পেয়ে আজ সন্ধ্যায় আমরা টিম নিয়ে মরহুমের বাড়িতে অবস্থান নেই। রাত ৯টায় বাড়িতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন - কাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড -১৯ দাফন - কাফন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খান রুহেল, টিম মেম্বার কামরান চৌধুরী, জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসান, টিম মেম্বার হাবিবুর রহমান মুরাদ, আব্দুস সামাদ পারভেজ, বড়লেখা উপজেলার টিম লিডার হেলাল আহমদ, সহকারী টিম লিডার ফরহাদ আহমদ ফাহিম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: